বাবা হওয়ার পর যেসব পরিবর্তন আসে পুরুষের, জানুন বিস্তারিত
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত : ১০:০০ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

মা হওয়ার পর নারীদের জীবন যেমন বদলে যায়, তেমনই পুরুষের জীবনেও আসে পরিবর্তন। আপনি হয়তো জানেন না যে বাবা হলে পুরুষদের মনকে প্রভাবিত করে।
বিজ্ঞান বলছেন, সন্তান জন্মের পর পুরুষের স্নায়ু ও হরমোন সিস্টেমে গভীর প্রভাব পড়ে। মায়েদের মতো বাবারাও একই হরমোনের পরিবর্তনের মধ্য দিয়ে যান। যা তাদের মস্তিষ্কে পরিবর্তন নিয়ে আসে।
সন্তান হওয়ার পর পুরুষদের মধ্যে যে সব পরিবর্তন আসে:
হরমোনের পরিবর্তন:
বাবা হওয়ার পর পুরুষদের হরমোনের পরিবর্তন হয়। বিশেষজ্ঞরা জানান, বাবা হওয়ার পর পুরুষদের ইস্ট্রোজেন, অক্সিটোসিন, প্রোল্যাকটিন এবং গ্লুকোকোর্টিকয়েড হরমোন বেড়ে যায়।
প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী এলিজাবেথ গোল্ড এবং তার সহকর্মীরা গবেষণা পর্যালোচনা করে এ কথা জানিয়েছেন। তারা জানান, অক্সিটোসিনের মাত্রা বেশি থাকায় এ সময় বাবারা তাদের সন্তানের প্রতি বেশি ভালোবাসা দেখায়।
নতুন নিউরন তৈরি:
বিশেষজ্ঞদের মতে, বাবা হওয়ার পর নানা কারণে পুরুষের নিউরন স্তর প্রভাবিত হয়। শিশুর জন্মের পর বাবার মস্তিষ্কে নতুন নিউরন তৈরি হতে পারে। এটি একটি নতুন পরিবর্তন যা সন্তান তার বাবার জীবনে নিয়ে আসে।
বাবা হওয়ার পর মস্তিষ্কের স্মৃতি ও নেভিগেশনের সঙ্গে জড়িত হিপ্পোক্যাম্পাসে কোষের পরিমাণ বৃদ্ধি পায়।
সংবেদনশীলতা:
বাবা তার সন্তানের কণ্ঠের ব্যাপারে খুবই সংবেদনশীল।
২৭ জন বাবাকে নিয়ে একটি গবেষণা করা হয়। গবেষণায় প্রত্যেক শিশু ও তাদের বাবাকে আলাদা জায়গায় রাখা হয়। এরপর বাবাদের শিশুর কান্নার শব্দ শনাক্ত করতে বলা হয়। গবেষণার শেষে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ বাবা তার সন্তানের কান্নার আওয়াজ চিনতে পেরেছিলেন।
৮৯ জন নতুন বাবা-মাকে নিয়ে আরেকটি গবেষণা করেন গবেষকরা। সেখানে বাবা মায়ের মস্তিষ্কের কার্যকলাপের ওপর গবেষণাটি করা হয়েছির। গবেষণায় দেখা গেছে, বাবাও সমানভাবে সন্তানের যত্ন নিয়েছেন। এই গবেষণাটি প্রসিডিংস অব ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত হয়েছে। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন শিশুর আগমনের পর শুধু মা নয়, বাবার মন, আচার-আচরণকেও ব্যাপকভাবে প্রভাবিত করে।