তবুও প্রিয়তমাকে স্বগৌরবে হৃদয়ের রানি ঘোষণা
লাইফস্টাইল
প্রকাশিত : ০৯:৫৬ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

জীবন একটু অস্থির, একটু দোলাচল, অনেক বেশি মানসিক টানাপোড়েনে দ্বন্দ্ব আর অভিমানমুখর। কিন্তু এর বাইরেও থেকে যায় শুদ্ধতম এক অনুভূতি, যার নাম ভালোবাসা। যে ভালোবাসার টানে মানুষ প্রমাণ রাখতে পারে সর্বোচ্চ ত্যাগ আর মহত্ত্বের, যেখানে স্থান নেই কোনো দয়া কিংবা করুণার। বিশ্ব ভালোবাসা দিবসে তেমনই এক ভালোবাসার গল্প।
ভালোবাসা জীবনের সবচেয়ে শুদ্ধতম এক অনুভূতি। বিশুদ্ধ এক আবেগ ও উপলব্ধির নাম। এ এমনই এক রাজ্য, যে রাজ্যে বসবাসের প্রধান শর্ত নিজেকে নিঃস্ব আর দেউলিয়া ঘোষণা। হৃদয়ের সবটুকু প্রেম, সবটুকু আবেগ ও অনুভূতি প্রিয় মানুষটির পায়ে সমর্পণ। নিঃস্ব-রিক্ত-ভিখারির বেশে প্রিয়তমাকে স্বগৌরবে হৃদয়ের রানি ঘোষণা।
এমনই এক ভালোবাসাময় রাজ্যের রানি তাসমিয়া। তবে ভিখারি নন মিঠুও। ভালোবাসার সর্বস্বটুকু উজাড় করেছেন ঠিকই কিন্তু প্রাপ্তিও কম নয়। সেই প্রাপ্তি বিশ্বাসে, সেই প্রাপ্তি আস্থায়। পারিবারিকভাবে বিয়ে ঠিক হওয়ার কদিনের মাথায় জীবনের সবচেয়ে কঠিন সময়ের মুখোমুখি হন তাসমিয়া। দুর্ঘটনায় নিজের ডান হাত হারান।
তাসমিয়া বলেন, সাজেক ভ্রমণে যাওয়ার পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট ওপর থেকে খাদে পড়ে যায়। হাতটাকে আর বাঁচানো যায়নি। কৃত্রিম হাত ভারী থাকার কারণে অনেক ব্যথা হতো। সেক্ষেত্রে তিনি (মিঠু) আমাকে অনেক সহযোগিতা করেন। আমাকে তিনি বলেন যে এই হাত ব্যবহার করারই দরকার নেই। তুমি আমার সঙ্গে এমনিতেই বের হবা।
৫ বছরের সংগ্রামী সংসারে মিঠু-তাসমিয়ার যে রাগ, অভিমান, খুনসুটি নেই তা কিন্তু নয়।
মিঠু বলেন, ‘শুধু আমার পরিবার না, আমার আত্মীয়স্বজনদের মধ্যেও প্রশ্ন ছিল যে, এমন একজন হাতকাটা মেয়েকে বিয়ে করছি! কিন্তু যে কোনো পরিস্থিতিতে পাশে থাকাটাই আমার কাছে ভালোবাসা বড় বিষয়। তবে আমি চাই, সে নিজেই আত্মনির্ভরশীল হোক। সে যেন আমার ওপর নির্ভরশীল না হয়।’
প্রেম কি বোধ, বিস্ময়, স্বপ্ন, কিংবা স্মৃতিকাতরতা? নাকি নারী পুরুষের ঘোর? বন্ধন তাও হতে পারে। কিন্তু মিঠু তাসমিয়ার ভাবনাটাই বা কী?
শীতের রিক্ততা-জীর্ণতা শেষে প্রকৃতিতে বসন্ত যেমন স্নিগ্ধ কোমল মায়াময় এক অনুভূতির জন্ম দেয়, ভালোবাসাও তার বাইরে কিছু নয়। থাকুক না রাগ, ক্ষোভ, অভিমানের টকঝাল সম্পর্ক, তবু দিনশেষে জয় হোক ভালোবাসার, জয় হোক শুদ্ধতম অনুভূতির।