কর্মসূচিতে বাধা দিচ্ছে ক্ষমতাসীনরা, অভিযোগ বিএনপির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

কেরানীগঞ্জ উপজেলায় নিজ ইউনিয়নে বিএনপির ‘ইউনিয়ন পদযাত্রা’য় অংশ নেন গয়েশ্বর চন্দ্র রায়। ছবি: সময় সংবাদ
সংঘাত সৃষ্টি করতেই ইউনিয়ন পর্যায়ে পদযাত্রায় আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ক্ষমতাসীনরা পরিকল্পিতভাবে কর্মসূচিতে বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। তবে আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়ের হুঁশিয়ারি দেন নেতারা।
তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে তৃণমূলের সম্পৃক্ততা বাড়াতে দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। ঢাকার কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের পদযাত্রায় অংশ নিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘সংঘাত সৃষ্টি করতেই ইউনিয়ন পর্যায়ে পাল্টা কর্মসূচি দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ।’ গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি। আওয়ামী লীগ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। অনুরোধের পরও ইউনিয়ন পর্যায়ে কর্মসূচি থেকে তারা সরে আসেনি। তারা কর্মসূচি করতে পারে, তবে হামলা না করলেই হয়।’
এদিকে, রাজশাহী নগরীর খড়খড়ি বাইপাস এলাকায় মিছিল বের করে স্থানীয় বিএনপি। ১০ দফা দাবি আদায়ে লিফলেট বিতরণ করে ওই এলাকার কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন দলীয় নেতাকর্মীরা। এ ছাড়া ১০ দফা দাবি বাস্তবায়নে বরিশালের রায়পাশা, কড়াপুর ও চরবাড়িয়া ইউনিয়নে পদযাত্রা করেন বিএনপি নেতারা। চলমান কর্মসূচিতে বাধা দেয়া হলে তা প্রতিহত করার ঘোষণা দেন নেতারা। বরিশাল জেলা জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘এই আন্দোলন চলমান থাকবে। বর্তমান সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’ দাবি আদায় না হওয়া পর্যন্ত বহুমুখী কর্মসূচির মাধ্যমে মাঠে থাকার ঘোষণা বিএনপি নেতাদের।