মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা জিএম কাদেরের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৬:০১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (ফাইল ছবি)

শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পোস্তগোলায় কর্মী সমাবেশে তিনি বলেন, ‘সস্তায় এমপি, মন্ত্রী হয়ে লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি।’

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই দাবি করে জিএম কাদের বলেন, নির্বাচনে জাতীয় পার্টি হারুক কিংবা জিতুক, মানুষের ভোটের অধিকার ফেরত চায় জাপা।