মুন্সীগঞ্জের চরাঞ্চলে শান্তি সমাবেশ পালিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৫:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

কেন্দ্রীয় কর্মসূচি শান্তি সমাবেশে পিছিয়ে নেই মুন্সীগঞ্জের চরাঞ্চল। অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে এ শান্তি সমাবেশ কর্মসূচি পালন করেছে মুন্সীগঞ্জের চরাঞ্চলের মানুষ। শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাংলাবাজার ইউনিয়নের বাংলাবাজারে পালিত হয়েছে শান্তি সমাবেশ। এতে সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে সমাবেশকে প্রাণবন্ত করে তোলেন।অশুভ শক্তির সন্ত্রাস-নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বাংলাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন নান্নু, ইউপি যুবলীগ সভাপতি মো. জাকির হোসেন মুন্সিসহ বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুরুষ