মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় বিএনপি জ্বলছে: কাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৫৯ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

সুনামগঞ্জে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ শহরের বালুর মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার, তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন।’ বিএনপিকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেল? ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে, হিংসা করে লাভ নেই বিএনপির। এ সময় আওয়ামী লীগের শান্তি সমাবেশ সফল হয়েছে বলে জানান ওবায়দুল কাদের।