আগামী মৌসুমেও রিয়ালেই থাকছেন বেনজেমা
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৩:১০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার

করিম বেনজেমা। ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল, রিয়াল মাদ্রিদ ছাড়তে যাচ্ছেন করিম বেনজেমা। তবে সেই গুঞ্জন এবার উড়িয়ে দিলেন খোদ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ জানিয়েছেন, আগামী মৌসুমেও রিয়ালেই থাকছেন এই ফ্রেঞ্চম্যান।
চলতি মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে বেনজেমার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে নতুন চুক্তি নিয়ে কোন ইঙ্গিত এখনও দেননি ফরাসি এই তারকা। তবে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সাফ জানিয়ে দিলেন, আগামী মৌসুমেও রিয়ালেই থাকছেন তিনি।
ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, 'বেনজেমা আমাদের নয় নম্বর। বিশ্বকাপের পর সে খুব ভালো করছে এবং আমার মনে হয় পরের মৌসুমেও সে খুব ভালো করবে।'
৩৫ বছর বয়সী বেনজেমা গত বছর ব্যালন ডি'অর পুরস্কার পেয়েছেন। দলের ১৪তম চ্যাম্পিয়ন লিগ শিরোপা জয়ে রেখেছেন মুখ্য ভূমিকা। তবে গত বছরের শেষে গুঞ্জন ওঠে, রিয়াল ছেড়ে য়্যুভেন্তাসে যাচ্ছেন তিনি। তবে আনচেলত্তির কথাতে অনেকটা নিশ্চিত হল, আগামী মৌসুমেও রিয়াল মাদ্রিদের জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে বেনজেমাকে।
২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর ক্লাবের হয়ে সম্ভাব্য প্রায় সকল ট্রফিই জিতেছেন করিম বেনজেমা। শুধু বাকি ছিল ব্যালন ডি'অর। তবে গত মৌসুমে অতিমানবীয় পারফর্ম করে সেটাও জিতে নেন ফরাসি এই তারকা। চলতি মৌসুমে অবশ্য তেমন ছন্দে নেই বেনজেমা। ইনজুরির কারণে বারবার জেতে হয়েছে মাঠের বাইরে।