রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নবীগঞ্জে মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্টের

মোঃ হাসান চৌধুরী

প্রকাশিত : ০৭:২২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

স্টার চ্যাম্পিয়ান- শেষ হলো নবীগঞ্জ মেয়র কাপ-২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (৭ই ফেব্রুয়ারী) নবীগঞ্জ জে,কে হাইস্কুল মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল
খেলায় অংশ গ্রহন করেছেন আনমনু স্টার স্পোটিং ক্লাব বনাম আবাহনী স্পোটিং ক্লাব। টসে জিতে প্রথমেই ব্যাট করতে নামেন আনমনু স্টার স্পোটিং ক্লাব। তারা ১৮৮ রান করে অল আউট হয়। জবাবে আবাহনী স্পোটিং ক্লাব সব উইকেট হারিয়ে ১৭৭ রান করে অল আউট হয়। ১১ রানে চ্যাম্পিয়ান হন আনমনু স্টার স্পোটিং ক্লাব। খেলা চলাকালীন দর্শকদের উপড়ে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে উৎসবের আমেজ বেড়ে যায় জাতীয় দলের সাবেক অধিনায়ক ক্রিকেটার মোঃ আশরাফুলের উপস্থিতিতে। তিনি পৌরসভার আমন্ত্রনে উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন। পরে টুর্নামেন্টের পুরুস্কার বিতরণী অনুষ্টান অনুষ্টিত হয়। মেয়র ছাবির আহমদ চৌধুরী অনুষ্টানের প্রধান অতিথি এবং জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র-১ এটিএম সালাম, বর্তমান প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, জেলা পরিষদ সদস্য শেখ শফিকুজ্জামান শিপন, সাবেক সদস্য আব্দুল মালিক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া, কাউন্সিলর জাকির হোসেন,আব্দুস ছুবান, নানু মিয়া, যুবরাজ গোপ, কবির মিয়া, ফজল আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা বেগম, পুর্ণমা দাশ, সাবেক কাউন্সিলর রুহুল আমীন রফু, সুন্দর আলী, প্রকৌশলী অরুন বাবু, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ জালাল উদ্দিন, সহকারী প্রকৌশলী সহিদুর ইসলাম প্রমূখ। খেলায় সেরা বোলার স্টার স্পোটিং ক্লাবের মোজাম্মিল, সেরা ব্যাটস ম্যান সাইফুর রহমান, প্লেয়ার অব টুর্নামেন্ট লিটন-২ এবং সেরা উইকেট কিপার আবাহনীর আব্দুল্লাহ। পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ান ও রানার্স আপ দের হাতে নগদ অর্থসহ পুরুস্কার তোলে দেন। এদিকে সেরা ব্যাটস ম্যান সাইফুর নগদ ২ হাজার টাকা প্রদান করেন নবীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নিতেন দেব। অপর দিকে জাতীয় ক্রিকেটার আশরাফুলকে ঘিরে উৎসুক মানুষের ভীর জমে। স্কুল-কলেজের শিক্ষার্থীরা অটোগ্রাফ নেওয়া এবং মোবাইলে সেলফি তোলার জন্য ভীর করেন।