হিলি স্থলবন্দর দিয়ে ভারতে পণ্য রফতানি প্রায় শূন্যের কোঠায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৪২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে ট্রাকের পর ট্রাক পণ্য আমদানি হচ্ছে। অথচ বাংলাদেশি পণ্য রফতানিতে বাধা দিচ্ছে অপরপ্রান্তের দক্ষিণ দিনাজপুরের ভারতীয় হিলি শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। এতে প্রায় শূন্যের কোঠায় রফতানি।
ভারতীয় অংশে পণ্য মাপার মেশিন না থাকা, পার্কিংয়ের জায়গা কম থাকাসহ নানা অজুহাত দেয়া হচ্ছে। ছবি: সময় সংবাদ
ভারত থেকে পণ্য আমদানির বড় একটি অংশ দেশে হিলি স্থলবন্দর দিয়ে প্রবেশ করে। অথচ বাংলাদেশি পণ্য নিতে ভারতীয় বন্দরের নানা অজুহাত দেখানোর অভিযোগ ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা জানান, আমদানি স্বাভাবিক থাকলেও দিন দিন কমছে রফতানি কার্যক্রম। পণ্য রফতানি করতে চাইলেও ভারতীয় অংশে পণ্য মাপার মেশিন না থাকা, পার্কিংয়ের জায়গা কম থাকাসহ নানা অজুহাত দেয়া হচ্ছে।
এক ব্যবসায়ী বলেন, ‘আমরা যদি নির্বিঘ্নে পণ্য রফতানি করতে পারতাম, তাহলে দেশের চলমান ডলার সংকট কিছুটা হলেও কমতো। কিন্তু ভারতীয় অংশে আমাদের পণ্য নিচ্ছে না। আমরা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছি।’ ফলে এসব বৈষম্য দূর করতে ভারতের সঙ্গে সরকারের আলোচনায় বসার দাবি জানিয়েছেন দিনাজপুর হাকিমপুর হিলি স্থলবন্দর আমদানি-রফতানি গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ।
তিনি বলেন, তারা পণ্য নিতে কোনোভাবেই রাজি না। তারা বিভিন্ন অজুহাতে বাংলাদেশ থেকে পণ্য রফতানি নিরুৎসাহিত করে। এ বিষয়ে আমরা ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করছি। তা ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা বারবার বলেছি যে ভারতীয় অংশে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধান করা হোক। উল্লেখ্য, গত ২০১৬-১৭ থেকে ২০২১-২২ অর্থবছরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে এক কোটি ৩ লাখ ৫০ হাজার টন পণ্য আমদানি হয়েছে। আর এর বিপরীতে পণ্য রফতানি হয়েছে মাত্র ৮৯ হাজার ৮৫৪ টন।