চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী টুল নিয়ে আসছে গুগল
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্রকাশিত : ১২:২১ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৩ মঙ্গলবার

চ্যাটজিপিটির মতো কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তি পরিষেবা নিয়ে আসছে গুগল। ছবি: সংগৃহীত
প্রযুক্তিতে নতুন আবিষ্কার কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটজিপিটি। নতুন এই এআই টুলসটি ইতোমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার এ জনপ্রিয়তার অংশীদার হতে নতুন পরিষেবা নিয়ে আসছে গুগল, যা চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করবে।
সোমবার (৬ ফেব্রুয়ারি) গুগলের এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটির সিইও সুন্দর পিচাই তিনি এ নতুন পরিষেবার ঘোষণা দেন। সুন্দর পিচাই জানান, গুগলের নতুন এ টুলটির নাম বার্ড (Bard)। এটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক পরিষেবা, যা ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেবে এবং কথোপকথনে অংশ নেবে। টুলটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই সাধারণ মানুষের কাছে উন্মুক্ত হবে। গুগলের সিইও বলেন, ‘এটি চূড়ান্তভাবে প্রকাশের সময় অবশ্যই আরও বেশি সক্ষম ও শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করবে’।
তিনি বলেন, বার্ড একটি সৃজনশীল মাধ্যম হতে যাচ্ছে। সেখানে ব্যবহারকারীর চাহিদা অনুসারে তথ্যপ্রদান করা হবে। এতে নাসার জেমস ওয়েব স্পেসের ৯ বছর পুরনো কোনো তথ্যই হোক কিংবা বর্তমানের সবচেয়ে সেরা স্ট্রাইকারের অবস্থানই হোক- সব এক নিমিষে বলে দেবে। বার্ড এমন সব বিষয়ে ব্যাখ্যা করতে সক্ষম হবে যেসব ক্ষেত্রে চ্যাটজিপিটি এখনও অস্পষ্ট তথ্য দেয়, যোগ করেন তিনি। তবে গুগলের এআই ভিত্তিক এই পরিষেবার কী কী ফিচার থাকছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। চ্যাটজিপিটির মতোই গুগলের এই টুলটি বিনামূল্যে ব্যবহারের সুযোগ পাবেন ব্যবহারকারীরা। সম্প্রতি এ সেবার একটি স্ক্রিনশট প্রকাশ্যে এসেছে। সেখানেও খুব বেশি জানা যায়নি।
এদিকে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা দ্রুতই বাড়ছে। উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যেই সক্রিয় ব্যবহারকারীর সংখ্যায় রেকর্ড গড়েছে এটি। জানুয়ারি মাসের মধ্যে এটি ১০ কোটি গ্রাহকের মাইলফলকে পৌঁছিয়েছে। গত বুধবার (১ ফেব্রুয়ারি) বিশ্লেষক সংস্থা ‘ইউবিএস’-এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী, জানুয়ারিতেই ১০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে জনপ্রিয় এই চ্যাটবট। যে মাইলফলক ছুঁতে ইনস্টাগ্রামের লেগেছিল আড়াই বছর। আর টিকটকের লেগেছিল নয় মাস। চ্যাটজিপিটি একটি শক্তিশালী মেশিন লার্নিং মডেল। ওপেন এআই নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এটি তৈরি করেছে। সহজাত ভাষা দিলে (ইনপুট) সেটি বুঝতে পারে চ্যাটজিপিটি এবং সেই কথার প্রতিক্রিয়াও জানাতে পারে। এই ট্রান্সফরমার আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এই মডেল। গত বছরের (২০২২) নভেম্বরে এটি চালু করা হয়।