তরুণ কবি ও সাহিত্যিক আব্দুল্লাহ আর রাফি।
মুহাম্মদ বশির আহমাদ
প্রকাশিত : ০৭:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার
ডাক নাম বাপ্পি। বন্ধুমহল এবং খুব কাছের মানুষদের কাছে তিনি বাপ্পি নামে পরিচিত। তার নামের পিছনে রয়েছে ছোট্ট একটা গল্প। ছোটবেলায় বাপ্পি নাম রাখা হলেও নামে অর্থগত ভুল থাকায় পরবর্তীতে পরিবর্তন করে নাম রাখা হয় আব্দুল্লাহ আর রাফি এবং সাহিত্য আঙ্গনে তিনি রাফি নামেই পরিচিত।
সাহিত্যের বিভিন্ন পর্যায়ে তিনি বিগত ৬ বছর থেকে যুক্ত। ৬ বছরেই নিজের নামের সাথে জড়িয়ে নিয়েছেন কবি পরিচয়। এ পর্যন্ত তার দুটো একক কাব্যগ্রন্থ মলাট বন্দি হয়েছে। তার প্রথম কাব্যগ্রন্থ "স্মৃতির বৃদ্ধাশ্রম" প্রকাশিত হয়েছে রয়েল পাবলিকেশনের ব্যানারে। প্রথম বইয়ে ভালো সাড়া পাওয়ায় একই প্রকাশনী থেকে দ্বিতীয় একক কাব্যগ্রন্থ "কবিতার চোখে মেঘ" প্রকাশ করেন এবারের বইমেলায়৷ বইটি একুশে বইমেলায় রয়েল পাবলিকেশন এর ৫৫৪ নং প্যাভিলিয়নে পাওয়া যাচ্ছে। বই নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি। পাঠকের মাঝে ভালো কিছু তুলে দেওয়ার দীক্ষা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন। ইতোপূর্বে দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে তার রচিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের বেশ কয়েকটি পত্রিকায়। বাস্তবধর্মী লেখায় সামান্য সুনামও জুড়ে নিয়েছেন নিজের পরিচয়ের পাশে। এ পর্যন্ত তিনি চার শতাধিক কবিতা লিখেছেন ব্যক্তিগত নোট খাতায়।
তার প্রকাশিত কবিতা গুলোর মধ্যে
"চেতনার বুকে ১৮ টি বুলেট", "স্বাধীনতা আজ জবাব চাই", "মুখোশের ময়নাতদন্ত" , "মানচিত্রের লাশ", " আমি কবি", "আগামী শতাব্দী থেকে বলছি", "কোথাও কেউ নেই", "বুড়ো দাঁড়কাক", "যন্ত্রণা এক্সপ্রেস", " চিৎকারের আত্নকথন" এবং "নিষিদ্ধ চরিত্র" উল্লেখ যোগ্য।