এলজিইডি নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:১৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীর পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আব্দুল ওদুদকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ মোজাহার আলী প্রামানিক। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এমপির নিজ বাসভবনে এ ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এ সময় জেলা ঠিকাদার সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন (রাসেল) সহ অন্যন্যরা ফুলের তোড়া এমপির হাতে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, গত বুধবার (০১ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের উপনির্বাচনে ৫৯ হাজার ৬৩৮ ভোট পেয়ে
বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওদুদ।