উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীদের রাসিক মেয়রের
নিহাল খান
প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২ ফেব্রুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

গতকাল বুধবার (১ ফেব্রুয়ারি) একাদশ জাতীয় সংসদ উপ-নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহাঃ জিয়াউর রহমান,চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আব্দুল ওদুদ বিশ্বাস এবং বগুড়া সদর-৬ আসনে রাগেবুল আহসান রিপু বিজয়ী হয়েছেন।
আওয়ামী লীগ মনোনীত বিজয়ী প্রার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
গতকাল বুধবার রাতে গণমাধ্যমে প্রেরিত এক অভিনন্দন বার্তায় এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাসিক মেয়র।