মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

যে সামান্য ভুলে ভাঙতে পারে সম্পর্ক

প্রকাশিত : ০২:৫২ পিএম, ২৫ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

প্রিয়জনের সঙ্গে ভাল সম্পর্ক মানেই জীবনের প্রতি জায়গায় সুখ। তাই প্রিয়জনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা খুব জরুরি। সকলের সঙ্গে যদি একটু মানিয়ে চলা যায় তাহলে সম্পর্কগুলো ভাল থাকে। কিন্তু আমাদের সামান্য ভুলে ভেঙে যেতে পারে সম্পর্ক।


যাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চাইছেন আগে দেখে নিন, সে কেমন। কেমনই বা তার ব্যবহার। কথাবার্তা বলার ধরণ বা খুব অহংকারী কিনা।

সম্পর্ককে সহজলভ্য করবেন না

সম্পর্ক বা সঙ্গী কাউকেই সহজলভ্য করে নেবেন না। সমান গুরুত্ব দিন ও সম্মান করুন। যৌথ পরামর্শ মেনে চলুন। কথায় কথায় ঝগড়া অশান্তি করবেন না।

দোষারোপ করবেন না

ভুল-ত্রুটি সকলের থাকে। কিন্তু কখনই একে অপরের উপর দোষ চাপিয়ে দেবেন না। ভুল হলে দুজনেই ক্ষমা চান। কখনই তা একতরফা করবেন না।

উদাসীনতা না থাকাই ভাল

সম্পর্ক নিয়ে খুব বেশি উদাসীন থাকা যেমন ভাল নয় তেমনই অতিরিক্ত পজেসিভনেসও ভাল নয়। দুইজনকেই নিজেদের চাওয়া পাওয়ায় সমান গুরুত্ব দিন। একে অপরকে স্পেস দিন।

নিজেকে প্রশ্ন করুন

সবসময় অন্যকাউকে কিছু বলার আগে নিজেকে প্রশ্ন করুন। সঙ্গীকে কিছু বলার আগে ভেবে দেখুন আপনি ঠিক করছেন তো। এছাড়াও নিজেদের যে কোনো সিদ্ধান্ত নিজেরাই নিয়ে নিন।