বিশ্বকাপে ভারত কীভাবে সফলতা পাবে, জানালেন গাঙ্গুলী
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০১:১৬ পিএম, ৩০ জানুয়ারি ২০২৩ সোমবার

ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।
বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত। বছরজুড়ে আইসিসির ইভেন্ট থেকে শুরু করে বড় দলগুলোর বিপক্ষে থাকে তাদের দ্বিপাক্ষিক সব সিরিজ। বিদেশের মাটিতে পারফর্মেন্সের ধারাবাহিকতা যেমনই হোক, দেশের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বড় দলকে নাস্তানাবুদ করে ছাড়ে তারা। যদিও সম্প্রতি দেখা যাচ্ছে, আইসিসির টুর্নামেন্টগুলোতে গিয়ে খেই হারিয়ে ফেলছে বিরাট কোহলিরা। ফেবারিট হিসেবে বড় আসরে খেললেও শেষপর্যন্ত ফিরতে হয় খালি হাতে।
সবশেষ বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে ২০১৩ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে শিরোপা জিতেছে ভারত। তাই প্রশ্ন উঠেছে, দেশের মাটিতে এবার ওয়ানডে বিশ্বকাপে কেমন করবে টিম ইন্ডিয়া?
চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। দেশের মাটিতে হতে যাওয়া বৈশ্বিক এ আসরে কীভাবে সাফল্যের মুখ দেখা যাবে তার কৌশল আওড়ে দিলেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। বিরাট কোহলি, রোহিত শর্মাদের দিলেন টোটকা। ভালো করতে ক্রিকেটারদের নির্ভয়ে খেলার পরামর্শ দিলেন বিসিসিআইয়ের সাবেক সভাপতি।
ভারত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বলেন, 'ভারত যখন বিশ্বকাপে খেলবে তাদের অবশ্যই ভয়ডরহীনভাবে খেলতে হবে। এটা গুরুত্বপূর্ণ না তারা ট্রফি জিতল কি জিতল না। তাদের নির্ভয়ে খেলতে হবে।'
বিরাট কোহলি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া কিংবা শুভমান গিলের মতো খেলোয়াড়রা যে দলে আছে সে দল কখনো দুর্বল হতে পারে না বলে মনে করেন সৌরভ। তাই বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়, রোহিত শর্মা এবং নির্বাচকদের এই দলটার ওপর আস্থা রাখার অনুরোধ জানান সাবেক অধিনায়ক।