রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

নবীনদের বরণ করে নিলো ব্যবস্থাপনা বিভাগ

আহমেদ সানি

প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩ শনিবার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছেন।

২৮ জানুয়ারি (শনিবার ) দুপুরে ব্যবস্থাপনা বিভাগের হলরুমে  সহযোগী অধ্যাপক ড. মিরাজ হোসেনের সঞ্চালনায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিভাগের জ্যেষ্ঠরা। এরপর বিভাগের শিক্ষকেরা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্যসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব তুলে ধরেন। নবীন শিক্ষার্থীরা কিভাবে বাস্তব জীবনে সফলতা অর্জন করবে এসব বিষয়েও আলোকপাত করেন শিক্ষকেরা।

নবীণদের উদ্দেশ্য ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকেরা বলেন, এ বিভাগের সকলের সাথে সম্পৃক্ততা রেখে নবীনরা আমাদের বিভাগের ঐতিহ্য, সম্প্রীতি, মেধা ও মনন ধরে রাখবে বলে আমরা মনে করছি।  নবীনরা যদি কোনো ধরনের অসুবিধায় পড়ে বা কোনো র‍্যাগিং এর স্বীকার হয় তাহলে আমাদের সরাসরি এসে বলবে। এছাড়াও অনুষ্ঠানের দ্বিতীয় ভাগে বিভাগের নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতস্পূর্ত অংশগ্রহণে মনমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ব্যবস্থাপনার শিক্ষা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মহিউদ্দিন বলেন, আমরা আমাদের বিভাগের পক্ষে থেকে নবীনদের বরণ করে নিয়েছি। বিভাগের সকল নবীনরা আমাদের ঐতিহ্য এবং সম্পদ। তারা তাদের মেধা, মনন ও সৃজনশীলতা দিয়ে ভবিষ্যৎ এ জাতির কল্যাণ বয়ে আনবে। আজকের নবীন বরণের মধ্যে দিয়ে তাদের বিশ্ববিদ্যালয় জীবনের যাত্রা শুরু শুভ হোক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানুর রহমান, ড. মোশাররফ হোসেন, ড. এ. কে. এম. মনিরুজ্জামান, ড. মনিরুজ্জামান।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. রাশেদুল হক, দ্বীন ইসলাম, সুমন কুমার মজুমদার, কে. এ. এম. রিফাত হাসান, দেওয়ান বদরুল হাসান, মো. শফিকুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।