বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪   অগ্রাহায়ণ ৭ ১৪৩১   ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

দেবীগঞ্জের ভাউলাগঞ্জ বাজারের খাস জমি কেনা-বেচার মহাউৎসব চলছে

মোঃ রাশেদুল ইসলাম

প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩ সোমবার

পঞ্চগড়ে'র দেবীগঞ্জে উপজেলার ১নং চিলাহাটি ইউনিয়নাধীন ভাউলাগঞ্জ বাজারের অধিক স্থানে খাস জমি অবৈধ ভাবে দখল করে কেনা বেচার রমরমা ব্যাবসা চলছে বলে অভিযোগ উঠেছে। ভাউলাগঞ্জ হাটের বিভিন্ন জায়গার সরকারি জমি অনেক অংশই দখল করে নিয়েছে প্রভাবশালীরা। দখল করে সেখানে ইমারত নির্মাণ ও টিনের চালা দিয়ে দোকান পাট তৈরি করে তা বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। মাঝে মাঝে  উপজেলা প্রসাশন উচ্ছেদ অভিযান  পরিচালনা করলেও প্রভাবশালীরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। প্রশাসন বলছে, অচিরেই অভিযান চালিয়ে সরকারি জায়গা উদ্ধার করা হবে। ১নং চিলাহাটি ইউনিয়ন ভূমি অফিস সূত্রে জানা যায়, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে তাদের উচ্ছেদ করলেও তারা আবার নতুন করে দখল করে নিচ্ছে  হাটের জায়গা। গরু হাটি সংলগ্ন রাস্তার পাশে এর আগে খাস জমি দখল করে একটি বিশাল বেকারি ফ্যাক্টরী  তৈরি করেন স্থানীয় একজন। ফাক্টরীর পাশে একটি বিশাল বড় অনেক পুরনো মোটা একটি  জীবিত শিমুল গাছ ও একটি ছোট গাছ কে দীর্ঘদিন থেকে গাছের গোড়ায় লবণ পানি ও মেডিসিন প্রয়োগ করে  গাছ দুটি কে মেরে ফেলেছে। উক্ত জায়গাটিতে  দখল করে ঘর তুলার জন্য এমন কাজ করেছেন বেকারি ব্যবসায়ি। এই জায়গায় টি বিক্রি করেন প্রভাবশালীরা। ক্রেতা মোঃ মনজুরুল ইসলাম আনুমানিক ৮ লক্ষ টাকা দিয়েছে বলে জানায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ সহ এলাকা বাসী। এ বিষয়ে, মন্জুরুল ইসলামের সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার কাছ থেকে অনেকে টাকা নিয়েছে । কেনো টাকা দিয়েছেন জানতে চাইলে আরো বলেন আমার  একটি বেকারি আছে ওখানে বাকি ফাকা জায়গাটি হলে আমার ভাল হবে। তাই টাকা দিয়ে খাস জমিটি কিনতে চেয়েছি। এ বিষয় জানতে চাইলে ভাউলাগঞ্জ বাজার ব্যবসায়ি সমিতির সভাপতি  বলেন, মন্জুরুল ইসলাম নামের বেকারি ব্যবসায়ির কাছ থেকে স্থানিয় দলিয় নেতা কর্মিগন  সরকারি খাস জমিতে দোকান উওলন করে দিবে মর্মে  অনুমানিক ৮ লক্ষ টাকা নিয়েছে বলে শুনেছি এবং তাদের ভাগ বন্টন নিয়ে ঝগড়া চলছে। তাই তাকে খাস জমি দিতে পারছেনা। এ বিষয়ে ১নং চিলাহাটি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হারুন রশীদ এর সাথে  কথা বললে তিনি জানান । ভাউলাগঞ্জ হাটে একটি চক্র অনেক দিন যাবত হাটের  জমি দখল করে একই জমি তিন চারবার তারা বিক্রি করেন। এ বিষয়ে আমরা প্রসাশন কে জানিয়ে রেখেছি  এবং তাদের আইনের আওতায় আনার চেষ্টা করছি। এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, বিষয়টি আমরা শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।