শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫   চৈত্র ২১ ১৪৩১   ০৫ শাওয়াল ১৪৪৬

যৌন মিলনে ওযুধ খেলে যা হবে!

প্রকাশিত : ০৯:২৭ পিএম, ২৪ এপ্রিল ২০১৯ বুধবার

বাঙালি কি তালকানা? নাকি, তার তাল-জ্ঞানটাই আজও গজায়নি? নির্বিকার আচার্যের ‘খোলাখুলি’ দরবারে এবারে চরম প্রশ্ন মিলনে ‘তাল কাটা নিয়ে’। দাম্পত্য জীবনে এ এক জটিল সমস্যা। এই তাল কোথা থেকে আসে? কোন বাদ্যযন্ত্র? এই সব বিচার করেই নির্বিকার দিয়েছেন উত্তর।

এই প্রশ্ন সহ বাকি প্রশ্নেরও উত্তর জেনে নিন এইখানে ক্লিক করে
আর একজনের প্রশ্ন মাঙ্কিটুপির ব্র্যান্ড নিয়ে। এ দেশে হনুদের যে মনখাতির, তাতে এই প্রশ্ন খুবই জরুরি। আর এক জন চেয়েছেন ‘হনুমান চল্লিশা’-র জব্বর হরফান্তর। এই সব হনু-পন্থারও উত্তরও রইল এই সপ্তাহের ‘খোলাখুলি’-তে। 

আর এক প্রশ্নের বিষয়, অভিনব বিয়ের কার্ডের সন্ধান সংক্রান্ত। সেখানেও সাবলীল নির্বিকার। দিয়ে দিয়েছেন মোক্ষম পরামর্শ। পড়ে দেখুন সেই সব উত্তর। আর আপনিও সক্রিয় হোন। প্রশ্ন পাঠান নির্বিকারের ‘খোলাখুলি’ দরবারে।