মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৮ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

দেশের দুরবস্থার জন্য আওয়ামী লীগ-বিএনপি দায়ী: চুন্নু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২১ জানুয়ারি ২০২৩ শনিবার

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন— দুর্নীতি, দুঃশাসন, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজি আর স্বজনপ্রীতির কারণে দেশের মানুষ অস্থির হয়ে পড়েছেন। দেশের এমন দুরবস্থার জন্য আওয়ামী লীগ ও বিএনপি দায়ী।
আরও পড়ুন>> দলীয় কার্যক্রমে জিএম কাদেরের নিষেধাজ্ঞা বহাল
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন চুন্নু।
১৯৯০ সালে জাতীয় পার্টি ক্ষমতা হস্তান্তরের পর দুটি দল বারবার রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশের গণতন্ত্র, সুশাসন আর অধিকার ভূলুণ্ঠিত করেছে উল্লেখ করে চুন্নু বলেন, দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপির হাত থেকে মুক্তি চায়। তারা আর আওয়ামী লীগ ও বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। জাতীয় পার্টিকেই রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।
আরও পড়ুন>> ‘বিদিশার বন্দিদশায়’ অত্যন্ত ঝুঁকিতে এরিক: এরশাদ ট্রাস্ট
এদিন জাপা মহাসচিবের হাতে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টিতে যোগ দেন পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বিশিষ্ট সমাজসেবক মো. মাশরেকুল আজম রবি (লিটন), মো. হাসান মিয়া, প্রকৌশলী ইবনে আজম ও ছাত্র নেতা মো. মুসা ইবনে আজম।