মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

আ. লীগের সমর্থন বাড়বে বলে হাসপাতাল বন্ধ করেছিল বিএনপি: প্রধানমন্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১২:২৭ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার

আওয়ামী লীগের সমর্থন বাড়বে বলে গ্রাম পর্যায়ে চালু করা কমিউনিটি হাসপাতাল বিএনপি বন্ধ করে দিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের ৪ বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে যোগ দেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, দেশের প্রতিটি বিভাগেই বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করতে হবে।  

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে ৫ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বর্তমানে অনলাইনে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে; কারণ দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, পর্যায়ক্রমে দেশের সব উপজেলাতেই কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে, যাতে প্রান্তিক মানুষের ভালো চোখের চিকিৎসা নিশ্চিত করা যায়।