বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:১১ এএম, ১৮ জানুয়ারি ২০২৩ বুধবার

বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচন দুই প্যানেলে হচ্ছে। নীল দল সমর্থিত ষোলো জন প্রার্থী। নীল দলের বিপক্ষে লড়ছেন প্রগতিশীল মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের আটজন। এ নির্বাচনের মোট ভোটার ১৮৭ জন।
ভোটে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক এবং সহযোগী কমিশনার হিসেবে মো. সাখাওয়াত হোসেন ও মো. জাকিউর রহমান।