দুই ডজন মামলার আসামি রুপা মাদকসহ আটক,ছয় মাস কারাদণ্ড।
মহিনুল ইসলাম সুজন,
প্রকাশিত : ০২:৩১ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

নীলফামারী জেলা প্রতিনিধি॥নীলফামারীর ডোমারে দুই ডজন মাদক মামলার আসামি ও মাদকসম্রাজ্ঞী সহিদা বেগম রুপার(৪০)ছয় মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।সোমবার(১৬ জানুয়ারি)রাতে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।রুপা ডোমার উপজেলা শহরের কাজিপাড়া এলাকার মৃত.মিজানুর রহমানের স্ত্রী।তার বিরুদ্ধে আদালতে মাদকের ২৪টি মামলা বিচারাধীন রয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাহমুদ উন নবী বলেন,সোমবার বিকেলে তার বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে রুপার ছয় মাসের কারাদন্ড ও একশ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি।রুপার বিরুদ্ধে মাদক সংক্রান্ত ২৪টি মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।