আপনাদের দোয়া-ভালোবাসায় প্রার্থিতা ফিরে পেলাম: হিরো আলম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:২০ পিএম, ১৭ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেছেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি প্রার্থিতা ফিরে পেয়েছি। আগামীকাল থেকে নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ।’
বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানির পর হাইকোর্টের নির্দেশে প্রার্থিতা ফিরে পেয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) মো. আশরাফুল আলম ওরফে হিরো আলমের দায়ের করা রিটের শুনানি নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ফলে নির্বাচেনে তার প্রার্থীতা হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।