মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে উত্তরবঙ্গে ৮ হাজার শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৫৪ এএম, ১৬ জানুয়ারি ২০২৩ সোমবার

যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ।

যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ।

আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে বছরব্যাপী নানাবিধ কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৫ জানুয়ারি) নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে আট হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটির সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটি।

এদিন দুপুর ১২টায় নীলফামারী শেখ কামাল স্টেডিয়াম মাঠে, দুপুর ২টায় পঞ্চগড়ের দেবিগঞ্জে, বিকেল সাড়ে ৩টায় পঞ্চগড় জেলার সিরাজুল ইসলাম স্টেডিয়াম মাঠে এবং বিকেল ৫টায় ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিভিন্ন জেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির আহ্বায়ক মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন, শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ আজ মানবিক যুবলীগে রূপান্তরিত হয়েছে। দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ মানুষের পাশে দাঁড়ায়; আজকের এই শীতবস্ত্র বিতরণ তার উজ্জ্বল দৃষ্টান্ত। যুবলীগ যখন মানুষের পাশে দাঁড়াই, বিএনপি-জামায়াত তখন দেশ ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। ওদের প্রতিহত করা মানে দেশপ্রেমের বড় পরিচয় দেয়া। আসুন, দেশ বাঁচাতে, বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়তে, সর্বোপরি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ক্ষমতায় আনি, বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাই।

বিভিন্ন জেলায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির সদস্যসচিব ও আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল, আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (রাজশাহী ও রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) বিশ্বাস মুতিউর রহমান বাদশা, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত) সোহেল পারভেজ, আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক ও সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন কমিটির সদস্য জয়দেব নন্দী প্রমুখ।