রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

ফেব্রুয়ারিতেই আইএমএফের ঋণের প্রথম কিস্তি পাওয়ার আশা বাংলাদেশ ব্

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১৫ জানুয়ারি ২০২৩ রোববার

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। 

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক। 

সাড়ে চারশো কোটি ডলার ঋণ নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপব্যবস্থাপনা পরিচালক বা ডিএমডি অ্যান্তোইনেত সায়েহর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠকে হয়নি সুনির্দিষ্ট কোনো আলোচনা। তবুও কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ফেব্রুয়ারিতেই বাংলাদেশ পাবে ঋণের প্রথম কিস্তি।

রোববার (১৫ জানুয়ারি) বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানিয়েছেন, দেশের অর্থনীতিতে চলমান সংস্কার উদ্যোগের অগ্রগতির সঙ্গে এই মুহূর্তে যেসব চ্যালেঞ্জ আছে তা জানানো হয়েছে আইএমএফকে।

টানা দুই বছরের কোভিড ঝড় আর রাশিয়া- ইউক্রেন যুদ্ধ, এ দুই কারণে অনেকটাই বিপর্যস্ত বিশ্ব অর্থনীতি। ভুগছে বাংলাদেশও, এরই মধ্যে কাটছাঁট করা হয়েছে প্রকল্প ব্যয়, লাগাম টানা হয়েছে বিভিন্ন খাতে সরকারি খরচও।

সংকট থেকে উদ্ধারে তাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাড়ে ৪শ’ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ। যে আলোচনা গতি পায় গেল বছরের মাঝামাঝি থেকে। এরই ধারাবাহিকতায় এবার ঢাকা সফরে সংস্থাটির উপমহাব্যবস্থাপক। ৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে তিনি প্রথম দিনেই বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংক গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে। 
মিটিংয়ে দেশের অর্থনীতি সংস্কারে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ ছাড়াও আইএমএফকে জানানো হয়েছে বহুমুখী চ্যালেঞ্জ আর অগ্রগতি নিয়েও। তবে কেন্দ্রীয় ব্যাংক বলছে ঋণ নিয়ে হয়নি সুনির্দিষ্ট কোনো আলোচনা। মেজবাউল হক আরও বলেন, ‘ঋণ নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। তবে ফেব্রুয়ারিতেই ঋণের প্রথম কিস্তি পাওয়ার আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।’

লাইবেরিয়ান অর্থনীতিবিদ অ্যান্তোইনেত সায়েহর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সব ঊর্ধ্বতন কর্মকর্তা। সাত কিস্তিতে ২০২৫ সালের মধ্যে প্রতিশ্রুতি অনুযায়ী ৪৫০ কোটি ডলার ঋণ দেয়ার কথা রয়েছে আইএমএফের।