মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না: কামরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ১০:৩১ এএম, ১৪ জানুয়ারি ২০২৩ শনিবার

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের মাটিতে আর কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের সাভার উপজেলার দুটি ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, ‘যে তত্ত্বাবধায়ক সরকার তিন মাসের জন্য এসে ২ বছর ক্ষমতায় থাকে এবং সব রাজনৈতিক দলের নেতাদের শারীরিক নির্যাতনসহ বিভিন্ন মামলায় হয়রানি করে, তাদের অধীনে বাংলাদেশের মাটিতে আর কোনো নির্বাচন হবে না।’

তিনি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপির নেতারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানাচ্ছেন। বিএনপি ও জামায়াতের এই নীল নকশা রুখে দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি। সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এর আগে সাভার উপজেলার দুটি ইউনিয়নের যাদুরচর, পূর্বহাটি, জয়নাবাড়িসহ ছয়টি এলাকার সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে তিনি গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সাভার উপজেলার নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা।