রোনালদোর চেয়েও বেশি টাকায় মেসিকে প্রস্তাব দিচ্ছে আরেক সৌদি ক্লাব?
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৮:৫৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আল হিলালে যোগ দেয়ার গুঞ্জনটি জোরালো হচ্ছে। গুঞ্জনটি সত্যি হলে, অর্থাৎ আর্জেন্টাইন ফুটবল জাদুকর সৌদি আরবের ক্লাবে যোগ দিলে বছরে পেতে পারেন বড় অঙ্কের অর্থ, সেটা রোনালদোর ২ হাজার ২৩৯ কোটি টাকার চেয়েও বেশি।প্রায় দুই দশক ইউরোপ দাপিয়ে বেড়ানো রোনালদো ক্যারিয়ারের পড়ন্ত বেলায় পাড়ি জমিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে। এদিকে, সৌদির ক্লাবটির সঙ্গে সিআরসেভেনের চুক্তি হতেই সক্রিয় হয়ে উঠেছে আল নাসরের প্রধান প্রতিপক্ষ বলে পরিচিত আল হিলাল। এমন গুঞ্জনই শোনা যাচ্ছে। যদিও ক্লাবটির তরফে এমন কোনো কথা শোনা যায়নি।
তবে সৌদির বরাত দিয়ে স্পেনের ক্রীড়াভিক্তিক সংবাদমাধ্যম মুন্ডো ডিপোর্টিভোর প্রতিবেদন বলছে, আল হিলাল মেসিকে তাদের ক্লাবে নিতে চাচ্ছে। এজন্য বড় অঙ্কের অর্থও খসাতে রাজি আল নাসরের প্রতিদ্বন্দ্বী ক্লাবটি। কিন্তু কথা হলো, মেসি কি সত্যি সত্যিই পিএসজি ছেড়ে সৌদি আরবে পাড়ি জমাবেন?উত্তরটা যদি ‘হ্যাঁ’ হয়, তবে বছরে ৩ হাজার ১২৫ কোটি টাকার চেয়েও বেশি বেতন পেতে পারেন আর্জেন্টাইন ফুটবলার। তাতে বিশ্ব ফুটবল আবার দেখতে পারবে মেসি-রোনালদো দ্বৈরথ। এর সব কিছুই কল্পনা, কেননা আল হিলালের তরফ থেকে এ সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে চায় সৌদি আরব। এজন্য বিশ্ব ফুটবলে নিজেদের চেনানোর একটা প্রচেষ্টা তাদের থাকতেই পারে। রোনালদোকে তো আল নাসর দলে ভিড়িয়েছেই, মেসিকেও নিতে পারলে ষোলকলা পূর্ণই হবে দেশটির। তাতে করে বিশ্ব ফুটবলে নিজেদের পোক্ত একটা অবস্থান তৈরি হতে পারে আরব দেশটির।
সৌদি প্রো লিগে আল নাসর ও আল হিলালের দ্বৈরথকে ‘ক্লাসিকো’ হিসেবে তুলনা করে থাকেন অনেকে। নাসরে তো রোনালদো আছেনই, মেসি হিলালে যোগ দিলে সেই দ্বৈরথের মাত্রা যে আরও বাড়বে, তা তো বলে দেয়া লাগে না। এটাও মেসির সৌদিতে পাড়ি জমানোর পেছনে একটা কারণ হতে পারে।