মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৩ শাওয়াল ১৪৪৬

চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত : ০৪:৩৪ পিএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন ও একই সাথে নব-নির্বাচিত সদস্যগণও দায়িত্বভার গ্রহণ করেছেন।  বৃহস্পতিবার সকালে আনন্দঘন পরিবেশে চেয়ারম্যানসহ সদস্যগণ এ দায়িত্ব গ্রহণ করেন।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে পৌঁছলে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। এরআগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। পরে জেলা পরিষদের হলরুমে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত সদস্যদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন। প্রধান অতিথি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ’র সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।’
সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি এমপি। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও, পৌর মেয়র, আ. লীগসহ অঙ্গসংগঠনের নেতা ও জেলা পরিষদের কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।