গণতান্ত্রিক উপায়ে আমরা ক্ষমতায় যেতে চাই: বুলু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৩৫ এএম, ১২ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

গণতান্ত্রিক উপায়ে আমরা ক্ষমতায় যেতে চাই: বুলু
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বাংলাদেশে কোনো বিচারব্যবস্থা নেই। অন্যায় দুর্নীতির কোনো সাজা নেই, আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সাজা নেই। আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চাই।
বুধবার (১১ জানুয়ারি) কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।
বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় যেতে চায় উল্লেখ করে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চাই, আমরা আমাদের ভোটের অধিকার ফিরে পেতে চাই। আগামী নির্বাচনে মানুষের ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত হতে চাই। নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন চাই।
এ সময় আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ১৮ কোটি মানুষকে জিজ্ঞাসা করেন শেখ হাসিনার পরে আওয়ামী লীগের দায়িত্ব কে নেবে, কেউ বলতে পারবে না। কিন্তু ১৮ কোটি মানুষকে জিজ্ঞাসা করেন বেগম জিয়ার পর বিএনপির দায়িত্ব কে নেবে, সবাই বলবে তারেক জিয়া। এ জন্যই জিয়া পরিবারকে আওয়ামী লীগ হিংসা করে।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিন-উর-রশিদ ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপুসহ কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার নেতাকর্মীরা।