ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা শরিফকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৯:৫৭ এএম, ৫ জানুয়ারি ২০২৩ বৃহস্পতিবার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে।
বুধবার (৪ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী এবং সাধারণ সম্পাদক হুমায়ুন কবির গঠনতন্ত্রের ৪৭ (৯) ধারা মোতাবেক ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এফ এম শরিফুল ইসলাম শরিফকে সংগঠনের শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডের জন্য পদ থেকে অব্যাহতি দিয়েছেন।