সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

তাসকিনের সেই বোলিং স্পেল উইজডেনের বর্ষসেরায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:২৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২ শনিবার

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এবার উইজডেনের ২০২২ বর্ষসেরা ওয়ানডে স্পেলে জায়গা পেলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। ক্রিকেটের বাইবেলখ্যাত ‘উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক’ কর্তৃক উইজডেনের বর্ষসেরা (পুরুষ) ওয়ানডে স্পেলে তিন নম্বরে রয়েছেন তাসকিন।

বাংলাদেশ ছাড়াও সেরা স্পেলের তালিকায় রয়েছে ভারত, ইংল্যান্ড, জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ার বোলাররাও। কেনিংটন ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে জাসপ্রীত বুমরাহর ১৯ রান খরচায় ৬ উইকেট শিকার, উইজডেন বছরের সেরা ওডিআই স্পেল হিসেবে বিবেচিত হয়েছে। তালিকার দুই নম্বরে থাকা ইংলিশ পেসার রিস টপলি লর্ডসে ভারতের বিপক্ষে মাত্র ২৪ রান খরচায় নেন ৬ উইকেট।
তালিকার তিনে থাকা তাসকিন চলতি বছরের মার্চে সেঞ্চুরিয়নে ৩৫ রান খরচায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তুলে নেন ৫ উইকেট।  তার সেই স্বপ্নের বোলিং ফিগার: ৯-০-৩৫-৫! যা উইজডেনের তৃতীয় সেরা বোলিং স্পেলের স্বীকৃতি পেল। চারে থাকা জিম্বাবুয়ের ক্রিকেটার রায়ান বার্ল অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওভার হাত ঘুরিয়ে ১০ রানের বিনিময়ে পান পাঁচ উইকেট। 

তালিকার শেষে অবস্থান করছেন অস্ট্রেলিয়ান স্পিনার অ্যাডাম জাম্পা। এই লেগি নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫ রান খরচায় নেন ৫ উইকেট।

এদিকে বছরজুড়ে বল-ব্যাট হাতে দারুণ ছন্দে থেকে মিরাজ জায়গা পেলেন বর্ষসেরা ওয়ানডে দলে। অলরাউন্ডার হিসেবে জায়গা আছেন একাদশে। ২০২২ সালে ২৮.২০ গড়ে ২৪ উইকেটের পাশাপাশি ৬৬ গড়ে ৩৩০ রান করেছেন মিরাজ।