ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগোতে হবে: কামরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৬:৪৩ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

বিএনপির সব ষড়যন্ত্র মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে আওয়ামী লীগ নেতাদের প্রস্তুত থাকতে বলেছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আওয়ামী লীগের ২২তম সম্মেলন উপলক্ষে খাদ্য উপকমিটির প্রস্তুতিমূলক সভায় বক্তৃতা করছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে খাদ্য উপকমিটির প্রস্তুতিমূলক সভায় তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘আজ বাংলাদেশ বহির্বিশ্বে একটা সম্ভাবনাময় দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমরা ২০৪১ সালে যে উন্নয়নের দেশ করতে চাই, তার বিরুদ্ধে আজ ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র মোকাবিলা করেই আমরা সামনে এগোব।’
সম্মেলনের বিষয়ে সাবেক এ খাদ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলনে কোনোভাবে যেন শৃঙ্খলা বিঘ্নিত না হয়, সেদিকে নজর রাখতে হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা রাষ্ট্রকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তারা কীভাবে সেটি মেরামত করবে। গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের মূল্যবোধ তো বিএনপিই ধ্বংস করেছে। তাদের হাতে রক্তের দাগ, আবার তারাই খুনিদের পুরস্কৃত করেছে।
তিনি আরও বলেন, ‘১৫ আগস্ট থেকে ৩ নভেম্বর তারা খুনের রাজনীতি শুরু করে। ২১ আগস্ট পর্যন্ত আমাদের ২১ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। আহসান উল্লাহ মাস্টার, শাহ কিবরিয়া, খুলনার মুঞ্জুরুল ইমাম, যশোরের শামসুর রহমান, সাংবাদিকরাও তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের হাতে তো রক্তের দাগ। কাজেই যারা ধ্বংস করে, তারা মেরামত করবে কীভাবে? এটা নতুন কিছু নয়, এটা তাদের স্টান্টবাজি। এতে তাদের আন্দোলন জমবে না। মানুষ বিভ্রান্তও হবে না।’
আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে স্মার্টনেস প্রদর্শন করতে হবে জানিয়ে কাদের বলেন, ‘সম্মেলনে যেন কোনো ধরনের শৃঙ্খলার বিচ্যুতি না ঘটে। এগুলো নিয়ে পত্রপত্রিকা, আমাদের শত্রুপক্ষ ও সমালোচনার লোকের অভাব নেই। সুশৃঙ্খল সম্মেলন করে আমরা প্রমাণ করতে চাই–শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেকোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা এবং আগামী নির্বাচনের জন্য সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।