রোববার   ২০ এপ্রিল ২০২৫   বৈশাখ ৬ ১৪৩২   ২১ শাওয়াল ১৪৪৬

বগুড়ায় চার ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৩:৪৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় চার ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সামনে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযানের নেতৃত্ব দেন। এ কর্মকর্তা জানান, মঙ্গলবার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের সামনের ফার্মেসিগুলোতে অভিযান চালানো হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় রয়েল ফার্মেসিকে ৪ হাজার, ফরিদ ফার্মেসি, মা ফার্মেসি ও ফাবিয়া ফার্মেসিকে ২ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, সরকারি হাসপাতালের সামনে এ চার ফার্মেসি মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিল। এজন্য তাদের অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনশৃঙ্খলা রক্ষায় বগুড়া জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।