গণঅভ্যুত্থানের মাধ্যমে দাবি আদায় করা হবে: আমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২০ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, আলোচনা না করে দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে সরকার। তা আর হবে না। গণঅভ্যুত্থানের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহিলা দলের মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আমান উল্লাহ আমান বলেন, ১০ ডিসেম্বরের গণসমাবেশ মহাসমাবেশে রূপ নিয়েছিল। আগামীতে আরও মহাসমাবেশ হবে।
তিনি বলেন, গ্রেফতারকৃত সব নেতাকর্মীদের মুক্তি দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করে ২০১৪-১৮ এর মত আবারও একতরফা নির্বাচন করতে পারবে না সরকার। সেই আশার গুড়ে বালি।