বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

কৃচ্ছ্রসাধনে আওয়ামী লীগের সম্মেলন বাজেট কমলো ৩০ লাখ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত : ০৯:৪০ এএম, ১৮ ডিসেম্বর ২০২২ রোববার

কৃচ্ছ্রসাধনের জন্য এবারের সম্মেলনের বাজেট ৩০ লাখ টাকা কমিয়ে ৩ কোটি ১৩ লাখ টাকা নির্ধারণ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে দলের জাতীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। গতবার এ খাতে ব্যয় ছিল ৩ কোটি ৪৩ লাখ টাকা।

বৈঠক শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা জানান। এ সময় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থীসহ দলের শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত শতাধিক নেতাকর্মীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। 

তিনি বলেন, জাতীয় কমিটি দলের শৃঙ্খলা ভঙ্গ, স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহী প্রার্থী, দলীয় কোন্দল সৃষ্টিকারী শতাধিক আবেদন গ্রহণ করে সাধারণ ক্ষমা ঘোষণা করেছে।

শনিবার সন্ধ্যায় ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি শেখ হাসিনা।