শনিবার   ১৯ এপ্রিল ২০২৫   বৈশাখ ৫ ১৪৩২   ২০ শাওয়াল ১৪৪৬

টঙ্গীতে জাতীয় যুবসংহতির কমিটি গঠন

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত : ০১:৫২ পিএম, ১৬ নভেম্বর ২০২২ বুধবার

টঙ্গীতে জাতীয় যুবসংহতির ৪৭নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টিএন্ডটি বাজার পূর্ব থানা জাতীয় পার্টির কার্যালয়ে ৩২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

টঙ্গী পূর্ব থানা যুবসংহতির সভাপতি সালাউদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়ার যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে আবুল কালাম মোল্লাকে সভাপতি ও সুমন মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এতে সাংগঠনিক সম্পাদক পদে সুমন সরকার, অর্থ সম্পাদক মশিউর সরকার, প্রচার সম্পাদক ইউসুফ আলী, সদস্য পদে রয়েছেন মহিউদ্দিন সরকার, কল্পনা আক্তার।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক অহিদুল ইসলাম রানা। উপস্থিত ছিলেন- সাইফুল আলম সরকার, আবুল হোসেন শিকদার, ফয়সাল রানা, আমির হোসেন মোল্লা, মনির হোসেন, তাজুল ইসলাম, রুবেল মিয়া, জাহাঙ্গীর আলম, আতিকুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, জাতীয় পার্টিকে শক্তিশালী করতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।