জবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০১:৫৮ পিএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

দুই দশক পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২৮৩ সদস্য বিশিষ্ট এ কমিটিতে পদ পেয়েছেন গুম হওয়া তিনজন নেতাকর্মীসহ ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।
(শুক্রবার) রাতে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রওনকুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদের অনুমোদনক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, তেজগাঁও কলেজ, সরকারি বাঙলা কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের অনুমতি প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবারের তারিখ উল্লেখ আছে।
সর্বশেষ ২০০৩ সালে ৮১ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণাঙ্গ করা হয়। এরপর তিনবার কমিটি হলেও তা পূর্ণাঙ্গ হয়নি। চলতি বছরের ১ জুলাই আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে সাধারণ সম্পাদক করে ছয় বছর পর জবি ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়।
নেতাকর্মীরা জানান, বিশ্ববিদ্যালয় হবার পরে এ প্রথম পূর্ণাঙ্গ কমিটি পেয়েছি আমরা। কমিটিতে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়েছে। আমরা আশাকরি নতুন কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসে ভালোভাবে অবস্থান করবে।