পাকিস্তানকে ১৩১ রানের লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

প্রথম ম্যাচ হারের পর এই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাকিস্তানের। জিততে না পারলে বিশ্বকাপ থেকেই বিদায় নিতে হবে। এমন মরন-বাঁচন লড়াই’ই বলতে হবে বাবর আজমদের জন্য।
এমন একটি পরিস্থিতি সামনে রেখে শুরুতেই টস হারতে হয়েছিলো পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। তবে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে স্কোর বড় করতে পারেনি তারা। ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৩০ রান।
জিম্বাবুয়ে ব্যাটাররা দাঁড়াতেই পারেনি পাকিস্তানি বোলারদের সামনে। সর্বোচ্চ ৩১ রান করেন শন উইলিয়ামস, ১০ রানে অপরাজিত থাকেন রায়ান বার্ল। ১৯ রান করেন ব্রাড ইভান্স।
বিস্তারিত আসছে