বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে প্রোটিয়াদের বড় সংগ্রহ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৭ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

মেঘলা আবহাওয়া। থেমে থেমে বৃষ্টির সঙ্গে হালকা বাতাস। সিডনিতে এমন আবহাওয়ায় ব্যাটে ঝড় তুললেন দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা। বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে রুশো-ডি ককের ব্যাটে ভর করে ৫ উইকেট হারিয়ে ২০৫ রানের বড় সংগ্রহ পেয়েছে প্রোটিয়া বাহিনী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনো টি-টোয়েন্টিতে জিততে না পারা বাংলাদেশকে ইতিহাস গড়তে করতে হবে ২০৬ রান।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ২ রানের মাথায় প্রথম উইকেট হারায় দলটি। তবে এরপরের গল্পটা কেবলই ব্যাটিংয়ে আধিপত্যের। বাংলাদেশি বোলারদের ওপর প্রোটিয়া ব্যাটাররা যেভাবে চড়াও হয়েছিলেন একটা সময় আড়াইশো রানও ‘ডালভাত’ মনে হচ্ছিল। তবে শেষদিকে দারুণ বোলিংয়ে তা হতে দেননি সাকিবরা।
টস হেরে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক টেম্বা বাভুমাকে ফেরান তাসকিন। অফ স্টাম্পের বাইরে টাইগার পেসারের অসাধারণ লেংথের এক বলে খোঁচা মেরে আউট হন বাভুমা। উইকেটের পেছনে ক্যাচ নিতে তেমন একটা বেগ পেতে হয়নি উইকেটকিপার নুরুল হাসানের। ৬ বল খেলে ২ রান করে সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক।
তবে দ্রুত উইকেট হারানোর পর উল্টো রীতিমতো ঝড় বইয়ে দেন প্রোটিয়া দুই ব্যাটার ডি কক ও রাইলি রুশো। মাত্র ২ রান খরচায় ১ উইকেট তুলে নিয়ে স্বপ্নের শুরুর পর নিজের দ্বিতীয় ওভার করতে এসেই এলোমেলো তাসকিনের দেখা মেলে। পরপর দুই নো এবং চার-ছক্কায় এক ওভারেই দেন ২১ রান।
তাসকিনের পর চতুর্থ ওভারে বল তুলে নেয়া তরুণ পেসার হাসান মাহমুদও রানের চাকায় বাদসাধতে পারেননি। এছাড়া ইয়াসির আলি রাব্বির জায়গায় দলে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজকেও ছাড় দেননি দুই প্রোটিয়া ব্যাটার।
প্রথম ৬ ওভারে ১ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৬৩ রান। এ বছর পাওয়ারপ্লেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ স্কোর এটি। এগারোতম ওভারে দলীয় সংগ্রহ শতরান ছাড়ায় তাদের।
বিস্তারিত আসছে….