সালজবুর্গের বিপক্ষে জিততেই হবে চেলসির
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৩:২২ পিএম, ২৫ অক্টোবর ২০২২ মঙ্গলবার

চ্যাম্পিয়হ্ন লিগের নকআউট পর্ব নিশ্চিত করতে অস্ট্রিয়ান ক্লাব সালজবুর্গের মুখোমুখি হবে চেলসি। সালজবুর্গের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলা'েশ সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত পেšনে ১১টায়।
গস্খুপ পর্বের লড়াইয়ে চেলসির যাত্রাটা মোটেও ভালো হয়নি। ৪ ম্যাচে 'ুটি জয়, একটি হার ও একটিতে ড্র করেছে তারা। ফলে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তা'ের পরেই অব¯'ান সালজবুর্গের। পয়েন্ট ব্যবধান মাল্ফ এক।
এরপর ৪ পয়েন্ট করে তৃ তীয় ও চতুর্থ ¯'ানে আছে যথাক্রমে এসি মিলান ও ডায়নামো জাগরেভ। ফলে এ ম্যাচে সালজবুর্গের বিপক্ষে জিততেই হবে ব্লু'ের। আর তা না হলে অনিশ্চিত হয়ে যাবে গস্খাহাম পোটারের 'লের শীর্ষ ষোলোয় খেলা।
এ'িকে ইনজুরি নিয়ে ভাবনায় আছেন কোচ। কাšেল্পর মতো ফোফানা, রিস জেমসরা আছেন মাঠের বাইরে। ম্যাসন মাউন্ট, কাই হাবার্টজ, স্টার্লিংরাই এখন তাই ভরসার নাম।