বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ৯ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

বাংলাদেশ এলডিপি’ নামে নিবন্ধন চাইবেন আব্বাসী-সেলিম

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১১:১৯ এএম, ২৩ অক্টোবর ২০২২ রোববার

কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে আসা নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এলডিপি (আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে। আবেদনে নামের ক্ষেত্রে ‘বাংলাদেশ এলডিপি’ নির্ধারণ করা হয়েছে।

এলডিপির এ অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম শনিবার রাতে জাগো নিউজকে জানিয়েছেন, ‘বাংলাদেশ এলডিপি’ নাম ঠিক করেছেন। রোববার দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে যাবেন দলের শীর্ষনেতারা।


অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) ভাঙন ধরে ২০১৯ সালের ১৮ নভেম্বর। একই নামে আরেকটি দলের আত্মপ্রকাশ হয়। এলডিপির নতুন অংশের সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় আব্দুল করিম আব্বাসীকে। আর সদস্য সচিব করা হয় শাহাদাত হোসেন সেলিমকে।

২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি থেকে ৩৫ জন সংসদ সদস্য বেরিয়ে এসে অলি আহমদের নেতৃত্বে এলডিপি গঠন করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া চূড়ান্ত করেছে আব্বাসী ও সেলিমের এলডিপি