বুধবার   ২৩ এপ্রিল ২০২৫   বৈশাখ ১০ ১৪৩২   ২৪ শাওয়াল ১৪৪৬

বিএনপি-জামায়াতের বিরুদ্ধে পুরান ঢাকায় বিক্ষোভ

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত : ১২:২০ পিএম, ২০ অক্টোবর ২০২২ বৃহস্পতিবার

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের অপতৎপরতার প্রতিবাদে পুরান ঢাকায় বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বংশাল থানা এলাকায় এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে অংশ নেন পুরান ঢাকার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে কয়েক হাজার নেতাকর্মী মিছিল নিয়ে বের হন। মিছিলটি নর্থ সাউথ রোড, সুরিটোলা, বংশাল, তাঁতীবাজার, নাজিরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।


মিছিলে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির করলে তা কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দেন তারা।

মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ২০০১-২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্রক্ষমতায় থেকে দেশে দুর্নীতি-লুটপাটের রাজত্ব তৈরি করেছিল বিএনপি-জায়ামাত। এছাড়া ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় নির্বাচনের সময় আগুন-সন্ত্রাস করে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করছে তারা। এবার আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ফের চক্রান্ত চলছে। কিন্তু এখন পুরান ঢাকায় আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীর ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বোচ্চ ত্যাগ শিকারে আমরা প্রস্তুত।

সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক নেতা ফজলুর রহমান ফজলু, ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী হাফিজ, ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা মো. সাজেদ বেপারী, মো. সাদেক মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।