‘চট্টগ্রামের সমাবেশ থেকে সরকারের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হবে’
অনলাইন ডেস্ক
প্রকাশিত : ০৯:৪৯ এএম, ১১ অক্টোবর ২০২২ মঙ্গলবার

সোমবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে গণসমাবেশের স্থান পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা
চট্টগ্রামে বিএনপির বিভাগীয় সমাবেশ হতে যাচ্ছে বুধবার (১২ অক্টোবর)। এটি একটি ঐতিহাসিক গণসমাবেশে রূপ নেবে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর পলোগ্রাউন্ড মাঠে গণসমাবেশের স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আমির খসরু বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক সমাবেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দুর্নীতি ও দুঃশাসনের ফিরিস্তি তুলে ধরা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন কোন একদলীয় সরকারের অধীনে জনগণ মেনে নেবে না।
‘নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের দাবিতে, জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও সম্প্রতি গণতান্ত্রিক আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে বিএনপির পাঁচ নেতা নিহত হওয়ার প্রতিবাদে এ সমাবেশ করা হচ্ছে।’
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়- বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর, কেন্দ্রীয় বিএনপির সহ-গ্রাম বিষয়ক সম্পাদক মো. বেলাল হোসেন, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান, নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন, কাজী বেলাল উদ্দিন, ইয়াসিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, সদস্য গাজী সিরাজ উল্লাহ, কামরুল ইসলাম প্রমুখ।