জবিতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র্যালি
প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২২ বুধবার
মিলন হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক।
'তথ্য প্রযুক্তির যুগে জনগনের তথ্য অধিকার নিশ্চিত হোক' স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি)' তে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২২ উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
(বুধবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হকের নেতৃত্বে র্যালিটি ভিসি ভবনের সামনে থেকে যাত্রা শুরু করে শহীদ মিনার প্রদক্ষিণ করে পুনরায় ভিসি ভবনের সামনে এসে শেষ হয়।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট, শিক্ষক সমিতির সভাপতিসহ অন্যান্য শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তথ্যের সর্বজনীন অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়। ইউনেস্কোর সাধারণ সম্মেলনে স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রতিবছর ২৮ শে সেপ্টেম্বর দিবসটি সারাবিশ্বে পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করে থাকে। এ বছর দিবসের প্রতিপাদ্য ছিল ‘তথ্যপ্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’।