ধর্ষনের ঘটনায় সুষ্ঠ তদন্তসহ দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৯:১৪ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২ শনিবার

মেহেরপুর সদর ও গাংনী উপজেলার পৃথক দুটি ধর্ষনের ঘটনায় সুষ্ঠ তদন্তসহ আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১ টার সময় মানবউন্নয়ন কেন্দ্র আমঝুপি ( মউক) হল রুমে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলন এর আয়োজন করেন মানবউন্নয়ন কেন্দ্র ( মউক) এর নির্বাহী প্রধান, আশাদুজ্জামান সেলিম।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ ফোরাম মেহেরপুর জেলা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল আলম।
উল্লেখ্য গত ৩১/০৮/২২ ইং তারিখে গাংনী উপজেলার ভবানিপুর গ্রামের মজনু শেখের মেয়ে প্রতিবন্ধী নারীকে জোরপূর্বক ধর্ষণ ও ২৪/০৮/২২ ইং তারিখে মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের ৯ শ্রেনীর ছাত্রীকে ধর্ষনের ঘটনায় আসামীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।