শাল্লায় পদক্ষেপের ত্রান বিতরন
বকুল আহমেদ তালুকদার -শাল্লা প্রতিনিধি
প্রকাশিত : ১১:২৮ পিএম, ১ জুলাই ২০২২ শুক্রবার

শুক্রবার ৭ জুলাই বেলা ১১ টায় উপজেলার সব কটি ইউনিয়নের বানভাসি ৫ শ পরিবারের মাঝে চাল,ডাল, তেল, লবন, আলু, ও খাবার স্যালাইন প্রদান করেন।
এসময় পদক্ষেপের কর্মকর্তাগণ বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন ।
এসময় উপস্থিত ছিলেন পদক্ষেপ এর সহকারী পরিচালক ও জোনাল কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান,সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া-কো অর্ডিনেটর মোঃ আসাদুজ্জামান,সুমন দত্ত,এমআইএস অফিসার মোদাচ্ছিরুল হক আরাফাত,সহকারী টেকনিক্যাল অফিসার শরিফুল ইসলাম ও সিবিও নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।