বিএনপিকে রাজপথে প্রতিহতের ঘোষণা আ’লীগের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : ১০:০৩ এএম, ৬ জুন ২০২২ সোমবার

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগ নেতারা বলেছেন, অতীতেও স্বাধীনতাবিরোধীদের রাজপথে পরাজিত করেছি। ভবিষ্যতেও তাদের প্রতিহত করা হবে।
রোববার (৫ জুন) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী যুবলীগের উদ্যোগে ‘বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে’ এ কথা বলেন বক্তারা।
এতে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। সংগঠনটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন- ঢাকা মহানগর যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, উত্তরের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, আমরা জানি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে আওয়ামী লীগের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা করেছে। শাহ এস এম কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারসহ অসংখ্যা নেতা-কর্মীকে হত্যা করেছিল তারা। উত্তরবঙ্গে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল বাংলা ভাইয়ের নামে।
তিনি বলেন, শেখ হাসিনার বাংলাদেশ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল নয়। বর্তমানে মাত্র ২ শতাংশ অর্থনীতি বিদেশিদের সাহায্যের ওপর নির্ভরশীল। যেখানে আগে ২০-২৫ শতাংশ বিদেশি সাহায্যের ওপর নির্ভরশীল ছিল। আমাদের নেত্রী বিদেশি বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারে। অতীতেও আমরা স্বাধীনতাবিরোধী রাজাকারদের পরাজিত করেছি, আগামী দিনেও তাদেরকে কঠোরভাবে প্রতিহত করা হবে।
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকেরা, যুবলীগের নেতা-কর্মীরা আজ রাস্তায় নেমেছে। বিক্ষোভ সমাবেশ করছে, তারা রাজপথে গর্জে ওঠেছে। কাদের বিরুদ্ধে? যারা ষড়যন্ত্রকারী, হঠকারী, জনগণের টাকা আত্মসাৎকারী, স্বাধীনতাবিরোধী শক্তি, জনগণের শত্রু, গণতন্ত্রের শত্রু, রাজনৈতিক অপশক্তি, ২১ আগস্ট ঘাতকদের বিরুদ্ধে। যুবলীগের মুজিব আদর্শের সমাবেশ থেকে বলতে চাই, আমরা আর বিক্ষোভ মিছিল, সমাবেশ করে ক্ষান্ত থাকবো না, এখন থেকে আগামী দিনে বিএনপি-জামায়াতকে রাজপথেই কঠোরভাবে প্রতিহত করবো।
তিনি আরও বলেন, শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় ঘাতকদের, কোন সন্ত্রাসীদের, লুটেরাদের ঠাঁই হবে না।
যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকও তাদের বক্তব্যে ৭৫ এর ঘটনা পুনরাবৃত্তির চিন্তা কেউ মাথায় আনলে তাদের প্রতিহতের ঘোষণা দেন।