সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

নতুন মালিঙ্গাকে রেখে অজিদের বিপক্ষে লঙ্কানদের দল ঘোষণা

 অনলাইন ডেস্ক 

প্রকাশিত : ১২:৩০ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

লঙ্কানদের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ মাতিয়ে আসা মাথিসা পাথিরানা সবাইকে চমকে দিয়েছেন এবারের আইপিএলে দল পেয়ে। চেন্নাই সুপার কিংস তাকে কিনে নিয়েছিল। মূলত তার অদ্ভুত বোলিং অ্যাকশনের কারণে তাকে সবাই নতুন মালিঙ্গা বলে আখ্যায়িত করা হচ্ছে। সেই নতুন মালিঙ্গাকে নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।

আগামী ৭ জুন থেকে টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজ। পূর্ণাঙ্গ সফরে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলবে অজিরা। ওয়ানডে ও টেস্টে জায়গা না পেলেও শ্রীলঙ্কা চমক দেখিয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা, যাতে চমক হিসেবে রয়েছেন ডানহাতি এই পেসার।

এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন পাথিরানা। এরই মধ্যে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রশংসাধন্য হয়েছেন তিনি। ধোনি তো তাকে আখ্যা দিয়েছেন ‘চেন্নাইয়ের মালিঙ্গা’।
স্বপ্নময় পথচলায় এবার জাতীয় দলেও ডাক পেয়ে গেলেন পাথিরানা। মাত্র একটি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমেছেন। সব মিলিয়ে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। চেন্নাইয়ের হয়ে ২টি আইপিএল ম্যাচ খেলে ২টি উইকেট নেন ১৯ বছর বয়সী এই পেসার।

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি স্কোয়াড
দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দানুষ্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, নুয়ানিদু ফার্নান্ডো, লাহিরু মধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, কাসুন রাজিথা, নুয়ান তুষারা, মাথিসা পাথিরানা, রমেশ মেন্ডিস, মাহিশ থিকসানা, প্রবীণ জয়াবিক্রমে, লকশন সান্দাকান।