বুধবার   ৩০ অক্টোবর ২০২৪   কার্তিক ১৪ ১৪৩১   ২৬ রবিউস সানি ১৪৪৬

চাঁদপুরে মুঠোফোন ব্যবসায়ী সংগঠনের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২ জুন ২০২২ বৃহস্পতিবার

চাঁদপুরে মুঠোফোন ব্যবসায়ীদের নিয়ে সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মুঠোফোন ব্যবসায়ী সমিতি, চাঁদপুর নামে এই সংগঠনের যথাক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন আলম এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
বুধবার (০২ জুন) রাতে সাংগঠনিক সভা শেষে উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ফিরোজ খান নির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।

১১ সদস্যবিশিষ্ট এই কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ফয়সাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ খান, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক আজিম মিজি, প্রচার সম্পাদক এমরান হোসেন ও দফতর সম্পাদক মুনসুর আহমেদ রুবেল।

এ ছাড়া কার্যকরী সদস্য হচ্ছেন- নাসির গাজী, জুয়েল মজুমদার ও মোরশেদ আলম। 
তাদের সঙ্গে উপদেষ্টামণ্ডলীর আরও দুই সদস্য হচ্ছেন মামুন হোসেন ও মানিকুর রহমান মানিক।

নবগঠিত চাঁদপুর মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর হোসেন আলম জানিয়েছেন, আগামী দুই বছরের জন্য গঠিত এই কমিটি ব্যবসায়ীদের ন্যায়সংগত স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করবে।