সোমবার   ২১ এপ্রিল ২০২৫   বৈশাখ ৭ ১৪৩২   ২২ শাওয়াল ১৪৪৬

ব্লচিজ আউটফিটারের সঙ্গে ইউসিবির সমঝোতা সই

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত : ১০:৪৬ এএম, ১৯ মে ২০২২ বৃহস্পতিবার

ব্লচিজ আউটফিটারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)। বুধবার (১৮ মে) ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়।


চুক্তির আওতায় ইউসিবির ডেবিট/ক্রেডিট/প্রিপেইড কার্ডধারীরা বছরব্যাপী ব্লচিজ আউটফিটারের (ওয়েবসাইট) blucheez.com.bd থেকে ই-কমার্স পণ্য কেনার ওপর বিশেষ ছাড় পাবেন।


ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান ও ব্লচিজ আউটফিটারের প্রতিষ্ঠাতা ড. মো. কামরুজ্জামান সমঝোতা স্মারকে সই করেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইভিপি ও ইউসিবির হেড অব ন্যাশনাল সেলস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইরিং আবুল কালাম আজাদ, ব্লচিজ আউটফিটারের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ জোশুয়া অ্যাডওয়ার্ডস এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা।